মার্কিন হামলা হলে ‘অস্ত্রধারী প্রজাতন্ত্র’ ঘোষণার হুঁশিয়ারি মাদুরোর

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬
শেয়ার :
মার্কিন হামলা হলে ‘অস্ত্রধারী প্রজাতন্ত্র’ ঘোষণার হুঁশিয়ারি মাদুরোর

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, তার সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে সেনা মোতায়েন করেছে। তবে যুক্তরাষ্ট্র যদি তার দেশে হামলা করে তাহলে তিনি সঙ্গে সঙ্গে ‘অস্ত্রধারী প্রজাতন্ত্র’ ঘোষণা করবেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাদুরো আরও বলেন, ‘ভেনেজুয়েলা শান্তি চায়, তবে সেনাবাহিনী প্রস্তুত আছে যেকোনো হামলার জবাব দিতে।’

তার ভাষায়, যুক্তরাষ্ট্র সামরিক হুমকির মাধ্যমে সরকার পরিবর্তনের চেষ্টা করছে। ভেনেজুয়েলা শত বছরের মধ্যে মহাদেশের সবচেয়ে বড় হুমকির মুখে।

মাদুরো আরও জানান, যুক্তরাষ্ট্র আটটি যুদ্ধজাহাজ, ১ হাজার ২০০ ক্ষেপণাস্ত্র ও একটি সাবমেরিন ভেনেজুয়েলার দিকে মোতায়েন করেছে। 

তিনি বলেন, এর প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং দেশের ভূখণ্ড রক্ষায় সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিয়েছে।

ওয়াশিংটন বলছে, এই সামরিক অভিযান মূলত লাতিন আমেরিকার মাদকচক্র মোকাবিলার জন্য। তবে মাদুরো অভিযোগ করছেন, এটি ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের অজুহাত।