চাকসু নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ২৬ হাজার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ভোটার তালিকাভুক্ত শিক্ষার্থী সংখ্যা ২৫ হাজার ৮৬৬।
আজ সোমবার চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনন বলেন, প্রাথমিকভাবে মোট ২৫ হাজার ৮৬৬ জন শিক্ষার্থীকে খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৫ হাজার ২৫ জন এবং নারী ভোটার সংখ্যা ১০ হাজার ৮৪১ জন। তালিকাটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের নোটিশ বোর্ড, বিভাগ ও ইনস্টিটিউটেও টানানো হয়েছে।
কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, খসড়া ভোটার তালিকা সব অনুষদে পাঠানো হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। কোনো শিক্ষার্থীর আপত্তি থাকলে ৪ সেপ্টেম্বরের মধ্যে লিখিতভাবে নির্বাচন কমিশনের অফিসে জানাতে হবে। আমরা তা যাচাই–বাছাই করে প্রয়োজনীয় সংশোধন করব।
এর আগে গত ২৮ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী, আগামী ১২ অক্টোবর নির্বাচন হওয়ার কথা রয়েছে।