দৈনিক আমাদের সময়ে যোগ দিলেন বিপুল হাসান
নতুনধারার দৈনিক আমাদের সময়ের হেড অব অনলাইন হিসেবে যোগ দিয়েছেন বিপুল হাসান।
আজ সোমবার তিনি দায়িত্ব বুঝে নেন। দৈনিক আমাদের সময়ে যোগ দেওয়ার আগে আরটিভি, দৈনিক ভোরের কাগজ, দৈনিক মানবজমিন, বাংলানিউজ২৪ ডটকম, পূর্ব-পশ্চিম ডট নিউজ, আনন্দ আলো, অন্যদিনসহ বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন।
১৯৭৩ সালে নেত্রকোণা শহরে জন্মগ্রহণকারী বিপুল হাসান মরহুম হাজী মোফাজ্জল হোসেন ও মেহেরুনন্নেছা হোসেনের চার সন্তানের মধ্যে তৃতীয়। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার সাতারপুরে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিপুল হাসান ঢাকার গুলশান মডেল হাইস্কুল থেকে এসএসসি, ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি ও বিকম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স সম্পন্ন করেন।
সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত লেখালেখি করছেন সাবেক নাট্যকর্মী বিপুল হাসান। একসময় ঢাকা পদাতিকের সঙ্গে কাজ করেছেন তিনি। তার লেখা একাধিক নাটক মঞ্চস্থ হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এছাড়া নোবেল বিজয়ী গীতিকবি বব ডিলানের ৩০টি গানের অনুবাদ গ্রন্থ ‘নির্বাচিত বব ডিলান’ ও ‘ভয়াল ১৩’ নামে ১৩টি বিশ্বখ্যাত হরর (ভৌতিক) গল্পের অনুবাদ সংকলন প্রকাশ করেছেন তিনি।