ইউসুফের কেস রি–ওপেন করতে আসছেন জাহান খান!

বিনোদন প্রতিবেদক
০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:১২
শেয়ার :
ইউসুফের কেস রি–ওপেন করতে আসছেন জাহান খান!
ছবি : সংগৃহীত

যে হারে অপরাধ বেড়েছে, তাতে অনেকে মনে করতে বাধ্য হচ্ছেন, ইউসুফ হয়তো ফিরে এসেছে! ইউসুফ, একসময়ের ত্রাস, অপরাধ জগতের ডন। অনেকদিন আলোচনায় ছিলেন না তিনি। হঠাৎ করে আবারও সবার সন্দেহ, ’ইউসুফ’ কি ফিরে এসেছে?’

হ্যাঁ, ইউসুফ ফিরছে। তবে কোনো লোকালয়ে নয়। সে ফিরছে পর্দায়। ’ইনসাফ’ সিনেমার চরিত্র ইউসুফকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ৩ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে (৪ সেপ্টেম্বর)।

গত কয়েক মাসে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে দর্শকদের অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন ’ইনসাফ’ দেখার আগ্রহের কথা। দর্শকদের আগ্রহের কথা বিবেচনাতে রেখেই ’ইনসাফ’ মুক্তি দিচ্ছে প্ল্যাটফর্মটি, জানিয়েছে চরকি কর্তৃপক্ষ। তারা আশা করছেন দেশ–বিদেশের দর্শকরা সিনেমাটি উপভোগ করবেন।

সঞ্জয় সমাদ্দার পরিচালিত ’ইনসাফ’ সিনেমায় ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। ’মোস্ট ওয়ান্টেড’ এ সন্ত্রাসিকে নিয়ে সবাই যখন আতঙ্কে তখন তাকে নিয়ে কাজ শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর চৌকশ অফিসার জাহান খান। এ চরিত্রতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।

গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ’ইনসাফ’। সিনেমাটি দেখে দর্শকরা জানিয়েছিলেন তাদের ভালোলাগার কথা। রাজ ও ফারিণকে দেখে অবাকই হয়েছিলেন তারা। এক দর্শক বলেছিলেন, ’আমি খুব সারপ্রাইজড ফারিণকে দেখে, তাকে স্ক্রিনে অনেক সুন্দর লেগেছে আর সে খুব ট্যালেন্টেড অ্যাক্ট্রেস।’ আরেক দর্শকের মতে ফারিণের আরও আগে থেকেই সিনেমায় নিয়মিত হওয়া দরকার ছিল।

এক নারী দর্শকের মতে সিনেমায় ’হট এবং সুইট’– এর মিশেলে ফারিণ ছিলেন অনবদ্য। ’এতটা জোস হবে আমি ভাবতে পারি নাই’, ’যা ভাবছিলাম তার চেয়ে বেটার’, ’আমি সবাইকে রিকমেন্ড করব সিনেমাটি দেখার জন্য’, ’শরিফুল রাজের গেটআপ, চাহনি তার চরিত্রের সঙ্গে একদম মানিয়ে গেছে।’– সিনেমা দেখার পর দর্শকরা এভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছিলেন সংবাদমাধ্যমে।

সিনেমাটিতে অনেকগুলো চমক রেখেছেন নির্মাতা। একদম ভিন্ন লুকে তিনি হাজির করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। চমকটা শুধু লুকেই সীমাবদ্ধ রাখেননি তিনি, চরিত্রটির মাধ্যমে তুলে এনেছেন চিকিৎসা সেবার সিন্ডিকেশনের কথা। সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেছেন একজন চিকিৎসকের চরিত্রে। নির্মাতার দাবি, মেডিকেল সিন্ডিকেশনের ব্যাপারটি সিনেমার ভাষা এবং দৃশ্যায়নে নতুন মাত্রা যোগ করেছে।

সিনেমায় অতিথি চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। তার উপস্থিতিও চমকে দিয়েছে দর্শকদের। ’আকাশেতে লক্ষ তারা’ গানটি নতুনভাবে ব্যবহার করা হয়েছে সিনেমায়। সংগীতশিল্পী–অভিনেত্রী জেফারও আছেন ’ইনসাফ’–এ। সংগীতশিল্পী হয়েই সিনেমায় হাজির হয়েছেন তিনি।

জমজমাট অ্যাকশন ঘরানার সিনেমাটি চরকিতে মুক্তি নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা, কলাকুশলীরা। নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, ’সিনেমাটি যেন বেশি মানুষের কাছে পৌঁছায়, নির্মাতা হিসেবে সেটাই আমার চাওয়া। ”ইনসাফ” চরকিতে মুক্তি পাওয়ার মাধ্যমে সবার হাতের মুঠোয় চলে যাবে সিনেমাটি। দেশের বাইরের দর্শকরাও সিনেমাটি দেখতে পারবেন। এটা সত্যি আনন্দের। প্রেক্ষাগৃহে মুক্তির পর ”ইনসাফ”–এর কথা মুখে মুখে ছড়িয়েছিল, আশা করব ওটিটিতে মুক্তির পরও এটা হবে। সিনেমাটি নিয়ে সবাই কথা বলবেন, লিখবেন, সেটাই প্রত্যাশা।’

দেশের পাশাপাশি বিদেশে তাসনিয়া ফারিণের জনপ্রিয়তা রয়েছে। ইউটিউবে ফারিণের নাটক, পশ্চিম বঙ্গের সিনেমায় অভিনয় এবং গানের কারণে আলাদা রকম সমাদর আছে অভিনেত্রীর। তার অভিনীত সম্পূর্ণ বাণিজ্যিক ধারার সিনেমাটি দেখার আগ্রহ অনেকের। তাসনিয়া ফারিণ বলেন, ’চরকিতে ”ইনসাফ” আসার কারণে দেশের বাইরের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন, এটা আমার কাছে আনন্দের। কারণ অনেকেই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়েছিলেন। তারা তো দেখবেনই, যারা আবার দেখতে চান, তারাও পারবেন।’

শুটিং সময়ের কথা মনে করে শরিফুল রাজ বলেন, ’আমরা দারুণ একটা ইউনিটের সঙ্গে কাজ করেছি। সঞ্জয় সমাদ্দারের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তিনি অসাধারণ মানুষ ও নির্মাতা। আর ফারিণের কথা কী বলব? সিনেমাটিতে তার কাজে আমার মতো দর্শকরাও মুগ্ধ হয়েছেন। প্রেক্ষাগৃহে দর্শকরা সিনেমাট পছন্দ করেছেন, আশা করছি ওটিটির দর্শকরাও এটি পছন্দ করবেন।’

প্রসঙ্গত, ডন, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু অভিনয় করেছেন সিনেমাটিতে। নাজিম উদ দৌলা ও সঞ্জয় সমাদ্দারের গল্পে এর চিত্রনাট্য করেছে নাজিম উদ দৌলা, স্বরুপ দে, সঞ্জয় সমাদ্দার। সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা, স্বরুপ দে, সঞ্জয় সমাদ্দার। তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আবুল কালাম।