পাকিস্তানে সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৯
শেয়ার :
পাকিস্তানে সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটিতে থাকা পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন। একজন পুলিশ কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। 

সংবাদমাধ্যমটি জানায়, চিলাসের থর এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। স্থানীয় সরকারের মুখপাত্র ফাইজুল্লাহ ফারাক এক বিবৃতিতে বলেন, ‘আমাদের একটি হেলিকপ্টার থর অঞ্চলে বিধ্বস্ত হয়েছে।’

এ ছাড়া দিয়ামের জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, হেলিকপ্টারটি একটি পাহাড়ি পর্যটন এলাকায় ‘নতুন প্রস্তাবিত এক হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণের’ সময় বিধ্বস্ত হয়। তিনি জানান, নিহতদের মধ্যে দুই জন পাইলট ও তিন জন টেকনিশিয়ান ছিলেন।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।