প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বাতিল, ঢাকায় খাল পরিষ্কার করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১১
শেয়ার :
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বাতিল, ঢাকায় খাল পরিষ্কার করবে বিএনপি

বিএনপির লোগো

জনদুর্ভোগের কথা চিন্তা করে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বঘোষিত কর্মসূচি ঢাকায় বিএনপির আগামীকাল মঙ্গলবারের র‌্যালি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে রাজধানীর মজা পুকুর, খাল, নালা পরিস্কার কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। 

আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, আগামীকাল উত্তরায় এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।