চিঠি দিবস /

সালমান শাহ’র চিঠি ভাইরাল

বিনোদন প্রতিবেদক
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৬
শেয়ার :
সালমান শাহ’র চিঠি ভাইরাল

চিঠির প্রচলন এখন তেমন নেই বললেই চলে। তবে একটা সময় এই চিঠিই ছিল যোগাযোগের প্রধানতম মাধ্যম। ডাকপিয়নের পথ চেয়ে বসে থাকা- সেই মধুর প্রতীক্ষার দিনগুলো এখন অনেকটাই স্মৃতি। আজ আন্তর্জাতিক চিঠি দিবস।

বিশেষ এদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ’র হাতে লেখা একটি চিঠি। যা তিনি লিখেছিলেন এক অন্ধ ভক্তকে। সময়টা ৮ মার্চ ১৯৯৫ সাল।

চিঠি থেকে জানা যায়, গাইবান্ধার ইথেন নামের এক কিশোরী ভক্তের দেওয়া চিঠির উত্তর দিয়েছেন বাংলা সিনেমার ক্ষণজন্মা এই নায়ক।

লিখেছেন- স্নেহের ইথেন, আমার অনেক ভালোবাসা ও স্নেহাশীষ নিও। তোমার চিঠি অনেক আগেই আমি পেয়েছি, কিন্তু অসম্ভব ব্যস্ততার কারণে উত্তর দিতে সামান্য দেরি হয়েছে বলে আমি দুঃখিত। মাসুম ভাইয়ের কাছে তোমার কথা অনেক শুনেছি। তোমার মতো একজন ভক্ত আমার আছে জেনে সত্যি খুব আনন্দ পাই এবং মনে মনে খুব গর্ববোধ করি।

তোমাদের মতো অসংখ্য ভক্তদের ভালোবাসাই আমার কাজের প্রেরণা। তোমাদের এই ভালোবাসা আমৃত্যু যেন আমাদের সাথে থাকে- এই দোয়াই বিধাতার কাছে করি।

সবশেষে সালমান শাহ লিখেছেন, ব্যস্ততার কারণে অতি সংক্ষেপে চিঠিটা শেষ করতে হচ্ছে বলে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে আবারও চিঠি লেখার আমন্ত্রণ রইল।

বলা দরকার, সালমানের পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তবে সিনেমায় এসে তার নাম হয়ে যায় সালমান শাহ। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দারিয়াপাড়ায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান বড়।

১৯৯৩ সালের নির্মাতা সোহানুর রহমান সোহান ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মধ্যদিয়ে বড়পর্দায় পা রাখেন সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ার তিনি উপহার দিয়ে ২৭টি ব্যবসাসফল সিনেমা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎ নায়কের মৃত্যুর সংবাদে স্তম্ভিত হয়ে পড়েছিল সবাই।