গাজার উদ্দেশে রওনা দিল গ্রেটার ত্রাণতরী
অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশে রওনা দিয়েছে পরিবেশকর্মী গ্রেটা থানবার্গে নেতৃত্বাধীন এক ঝাঁক ত্রাণতরী। গতকাল রবিবার স্পেনের বার্সেলোনা থেকে প্রায় ২০টি নৌকা রওনা দিয়েছে গাজার দিকে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে আলোচিত সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ ছাড়াও এখানে একাধিক সমাজকর্মী এবং সেলিব্রিটি রয়েছে। শতাধিক মানুষের উপস্থিতি এবং করতালিতে স্থানীয় সময় দুপুর সাড়ে তিনটায় স্পেনের পূর্ব প্রান্ত থেকে রওনা দেন তারা।
খাবার, পানি এবং ওষুধ নিয়ে গাজায় পৌঁছানোর চেষ্টা করছেন শতাধিক ত্রাণকর্মী। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘'ফিলিস্তিনে ঘটে চলা গণহত্যা বন্ধ করতে এবং মানবিক হাত বাড়িয়ে দিতেই তাদের এই যাত্রা।'’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
যাত্রা শুরুর আগে গ্রেটা সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা কেন যাচ্ছি তা বড় প্রশ্ন নয়। আসল আলোচনার বিষয় হলো, কীভাবে ফিলিস্তিনিদের বেঁচে থাকার ন্যূনতম রসদ থেকে বঞ্চিত করা হচ্ছে। কীভাবে সারা পৃথিবীকে চুপ করিয়ে রাখা হচ্ছে।’
এই নিয়ে দ্বিতীয়বার গ্রেটা ত্রাণতরী নিয়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিলেন। এর আগে জুনে ১১জন সমাজকর্মীসহ তার নৌকা আটকে দিয়েছিল ইসরায়েল সেনা। পরে ইসরায়েলি নৌকায় তাকে ফেরত পাঠানো হয়। এইবার ত্রাণতরিতে বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাউ, আইরিশ অভিনেতা লিয়াম কানিংহ্যাম, স্পেনের অভিনেতা এডওয়ার্ড ফার্নান্ডেজসহ ৪৪টি দেশের প্রতিনিধি আছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস