শিশু কিশোরদের কমিক্সে নিলয়-হিমি
শিশু-কিশোরদের জন্য ‘হিট ম্যান’ শিরোনামে নতুন কমিক্স প্রকাশ করছে একটি প্রতিষ্ঠান। কার্টুনিস্ট সোহানী এ কমিক্সের অন্যান্য সব চরিত্রের কার্টুন ফেইজ আগেই ফাইনাল করেছিলেন। শুধু অপেক্ষায় ছিলেন মূল চরিত্র ‘হিট ম্যান’র জন্য।
অবশেষে সেই কাঙ্ক্ষিত চরিত্রে পাওয়া গেল নিলয় আলমগীরকে। নাটকে রাকিব চরিত্রে হাজির হচ্ছেন তিনি। আর সোহানী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী হিমি।
গল্পে দেখা যাবে, রাকিব চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার পথে রাস্তায় এক ঝামেলায় জড়িয়ে পড়ে। সেখানে বেশ কয়েকজনের সঙ্গে তর্ক-বিতর্ক হয় এবং রাগের মাথায় তিনি এক ব্যক্তিকে উত্তম-মধ্যম দেন। ঠিক সে সময় অফিসে যাবার পথে জ্যামে আটকে থাকা সোহানীর গাড়ি থেকে ঘটনাটি লক্ষ্য করে সে। রাকিবের রাগী ভঙ্গি এবং এক্সপ্রেশনে আকৃষ্ট হয়ে সোহানী ক্যামেরায় তার কয়েকটি ছবি তোলেন। পরে তিনিই রাকিবকে তার কমিক্সের প্রধান চরিত্র ‘হিট ম্যান’ হিসেবে নির্বাচন করেন। সেখান থেকেই গল্প নতুন মোড় নেয়।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নাটকটি প্রযোজনা করেছে রঙ্গন এন্টারটেইনমেন্ট। চিত্রনাট্য ও পরিচালনায় আছেন তারিক মোহাম্মদ হাসান। প্রযোজক জামাল হোসেন। শিগগিরই এটি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
নির্মাতা বলেন, ‘বেশ মজার একটি গল্প নিয়ে এ নাটকটি নির্মাণ করেছি। নিলয়কে একটু নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি এ নাটকে। দর্শক নিলয়ের অন্যসব নাটক থেকে এখানে তাকে ভিন্নভাবে দেখবেন।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট