এসসিও সম্মেলনে শি জিনপিং /

শীতল যুদ্ধের মানসিকতার বিরোধিতা করুন

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১
শেয়ার :
শীতল যুদ্ধের মানসিকতার বিরোধিতা করুন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আঞ্চলিক নেতাদের ঠাণ্ডা যুদ্ধের মানসিকতার বিরোধিতা করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে পশ্চিমা নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থার বিকল্প হিসেবে বেইজিং যে নিরাপত্তা ব্লক গঠনের চেষ্টা করছে, তাতে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও)-এর শীর্ষ সম্মেলনে অঞ্চলীয় নেতাদের সামনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

সম্মেলনে শি বলেন, ‘বিশ্ব ক্রমবর্ধমান জটিল এবং জটিল হয়ে উঠছে। তাই সদস্য রাষ্ট্রগুলো কঠিন নিরাপত্তা ও উন্নয়ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।’

তিনি যোগ করেন, ‘পেছনে তাকালে দেখা যায়, উত্থান-পতনের সময়সীমার মধ্যেও আমরা শাংহাই স্পিরিট অনুসরণের মাধ্যমে সফলতা অর্জন করেছি। ভবিষ্যতের দিকে তাকালে, বিশ্ব পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তাই আমাদের শাংহাই স্পিরিট বজায় রেখে, বাস্তবধর্মী পদক্ষেপ নিয়ে অগ্রসর হতে হবে এবং সংস্থার কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।’

শি জিনপিং ‘সমান ও সুশৃঙ্খল বহু-মেরুকরণ’ এবং ‘অধিকার ও ন্যায়সঙ্গত বিশ্ব শাসন ব্যবস্থার’ প্রচারে এসসিও-কে কাজ করার আহ্বান জানান।

চীনা নেতা আরও বলেন, ‘বেইজিং এই বছর সদস্য রাষ্ট্রগুলিকে ২ বিলিয়ন ইয়ুয়ান আর্থিক সাহায্য দেবে এবং এসসিও ব্যাংকিং কনসোর্টিয়ামে আরও ১০ বিলিয়ন ইয়ুয়ান ঋণ প্রদান করবে।’

শি বলেন, ‘আমাদের বৃহৎ বাজারের সুযোগ গ্রহণ করে বাণিজ্য ও বিনিয়োগকে আরও সহজতর করতে হবে।’