ইন্দোনেশিয়ায় সহিংস বিক্ষোভের পর নিরাপত্তা জোরদার
ইন্দোনেশিয়ায় তীব্র সহিংস বিক্ষোভের জেরে অন্তত ছয়জন নিহত হওয়ার পর দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। অর্থনৈতিক সংকট ও আইনপ্রণেতাদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত ঘিরে এই আন্দোলন শুরু হলেও পরে তা পুলিশ বাহিনীর বিরুদ্ধে ক্ষোভে রূপ নেয়।
গত বৃহস্পতিবার রাজধানী জাকার্তায় বিক্ষোভের সময় দেশটির অভিজাত আধাসামরিক পুলিশ ইউনিটের একটি গাড়ি ২১ বছর বয়সী ডেলিভারি কর্মী আফফান কুরনিয়াওয়ানকে চাপা দিলে উত্তেজনা চরমে পৌঁছায়। এরপর শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস রূপ নেয়।
জাকার্তা থেকে বিক্ষোভ দ্রুত বানডুং, সেমারাং, সুরাবায়া এবং উত্তর সুমাত্রার রাজধানী মেদানে ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো ক্ষমতায় আসার পর এটাই সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এ ঘটনার পর প্রেসিডেন্ট প্রাবোয়ো বিতর্কিত অর্থনৈতিক সুবিধা সংক্রান্ত সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। সোমবার দেশটির বিভিন্ন অঞ্চলে আরও ছাত্র ও সাধারণ মানুষের সমাবেশ হওয়ার কথা রয়েছে।
রাজধানী জাকার্তা জুড়ে পুলিশ চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। একজন পুলিশ মুখপাত্র কম্পাস টিভিকে জানিয়েছেন, নাগরিকদের সুরক্ষা এবং নিরাপত্তা দিতে অফিসাররা শহরে টহল দিচ্ছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
দেশের এই সংকটের কারণে প্রাবোও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি স্মরণে একটি সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য চীনে তার পরিকল্পিত সফর বাতিল করতে বাধ্য হয়েছেন।