নুরের ওপর হামলার প্রতিবাদে কালীগঞ্জে মশাল মিছিল

লালমনিরহাট প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪
শেয়ার :
নুরের ওপর হামলার প্রতিবাদে কালীগঞ্জে মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার রাতে কালীগঞ্জ বাজার থেকে জেলা নাগরিক কমিটি, গণঅধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে তুষভান্ডার বাজারের বেলালের মোড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন জেলা অর্থ বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন, ছাত্র পরিষদের নাঈমুল ইসলাম, যুব অধিকার পরিষদের আব্দুল জলিলসহ উপজেলার নেতাকর্মীরা।  

বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘এ হামলা সম্পূর্ণ অন্যায়ভাবে চালানো হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’