হামাসের মুখপাত্র আবু ওবাইদার মৃত্যুর খবর নিশ্চিত করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯
শেয়ার :
হামাসের মুখপাত্র আবু ওবাইদার মৃত্যুর খবর নিশ্চিত করল ইসরায়েল

হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। 

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক্স-এ দেওয়া বার্তায় এই অভিযানের জন্য ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেট-কে অভিনন্দন জানিয়েছেন। তিনি একে ত্রুটিহীন অভিযান বলে উল্লেখ করেন।

তবে এখন পর্যন্ত হামাস তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। সংগঠনটি আগেই জানিয়েছিল, বিমান হামলায় একটি আবাসিক ভবন লক্ষ্যবস্তুতে পরিণত হলে ১০ থেকে ১২ জন সাধারণ মানুষ নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।

স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা গেছে, গাজা সিটির ঘনবসতিপূর্ণ আল-রিমাল এলাকায় ওই হামলায় অন্তত ৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুদেরও অন্তর্ভুক্ত থাকার খবর পাওয়া গেছে।

আবু ওবায়দা সবসময় মুখোশ পরে গণমাধ্যমে বিবৃতি দেন এবং তিনি গাজা ছাড়াও আরব বিশ্বের বিভিন্ন স্থানে এক প্রতীকী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনী তার সম্ভাব্য চেহারার একটি ধারণাও প্রকাশ করেছিল।

এর আগে হামলার ফলাফল নিয়ে অনিশ্চয়তা থাকলেও ইসরায়েলি নিরাপত্তা সূত্রগুলো আশাবাদ ব্যক্ত করে। এক কর্মকর্তা ইসরায়েলের চ্যানেল ১২-কে বলেন, ‘আমরা সতর্কভাবে ইতিবাচক দিক দেখতে পাচ্ছি।’

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, তারা হামলায় বেসামরিক ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা নিয়েছিল, যেমন নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অস্ত্র ব্যবহার, আকাশ থেকে নজরদারি ও অতিরিক্ত গোয়েন্দা তথ্য কাজে লাগানো।