গাজার চারদিকে শুধুই ধ্বংসস্তূপ /

ইসরায়েলের তাণ্ডবে বাড়ছে নিহতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫
শেয়ার :
ইসরায়েলের তাণ্ডবে বাড়ছে নিহতের সংখ্যা

গাজা সিটিতে ধ্বংসযজ্ঞ আরও তীব্র করেছে ইসরায়েল। ফিলিস্তিনিদের বৃহত্তম নগরী দখলের পরিকল্পনার অংশ হিসেবে প্রায় দশ লাখ মানুষকে জোরপূর্বক দক্ষিণে তথাকথিত ‘কনসেন্ট্রেশন জোনে’ সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

আল জাজিরা সূত্রে জানা গেছে, রবিবার ভোর থেকে গাজা উপত্যকায় অন্তত ৭৮ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, যাদের মধ্যে ৩২ জন খাদ্যের সন্ধানে ছিলেন।

গাজা সিটিতে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, ইসরায়েলি গোলাবর্ষণে আল-কুদস হাসপাতালের কাছে তাঁবুগুলোতে ভয়াবহ আগুন লাগে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এছাড়া রিমাল পাড়ার একটি আবাসিক ভবনে হামলায় আরও প্রাণহানি ঘটে।

গাজার সরকারি মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বলেছেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী আবাসিক এলাকায় বিস্ফোরক রোবট ব্যবহার করছে এবং গাজা সিটিতে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করছে।

তিনি জানান, সেনাবাহিনী গত তিন সপ্তাহে বেসামরিক এলাকায় ৮০টিরও বেশি এই ধরনের ডিভাইস বিস্ফোরণ ঘটিয়েছে। এটিকে পোড়া মাটি নীতি বলে অভিহিত করা হয়। যা ঘরবাড়ি ধ্বংস করে এবং জীবনকে বিপন্ন করে।