আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ২০, নিখোঁজ বহু মানুষ
আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬। ভয়াবহ এই ভূমিকম্পের ফলে দেশটিতে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তারা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, নানগারহার ও কুনার প্রদেশে ভূমিকম্পের ফলে আহত ১১৫ জনের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
২০০ কিলোমিটার দূর থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলে ভূমিকম্পের কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।
আফগানিস্তানের সরকার কর্তৃক প্রদত্ত ছবি ও ফুটেজ অনুসারে, কুনার প্রদেশের মাজার উপত্যকা থেকে আহতদের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কয়েকজন আহতকে হেলিকপ্টার থেকে অ্যাম্বুলেন্সে স্থানান্তরিত হতে দেখা গেছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
উদ্ধার অভিযানে জড়িত তালেবান প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েকটি গ্রাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন।
বিবিসি বিভিন্ন সূত্র থেকে শুনেছে যে এই অঞ্চলের পুরো গ্রাম ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। তাছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দুর্গম এবং পাহাড়ি হওয়ায় তাৎক্ষণিকভাবে মৃতের সংখ্যা নিশ্চিত করা কঠিন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস