আবারও সিনেমা থেকে বাদ দীঘি
সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও বারবার বাদ পড়ছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি তিনি বাদ পড়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’ ছবি থেকে। শুরুতে নিরুপমা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সাদিয়া জাহান প্রভা।
এর আগেও দীঘির সঙ্গে ঘটেছে এমন ঘটনা। চুক্তিবদ্ধ হয়েও তিনি বাদ পড়েছিলেন ‘সুড়ঙ্গ’ ও ‘টগর’ সিনেমা থেকে। এর মধ্যে ‘সুড়ঙ্গ’ ছবির কথা দীঘি নিজেই জানিয়েছিলেন। ছবিটিতে তার পরিবর্তে আফরান নিশোর নায়িকা হন তমা মির্জা। আর গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘টগর’ সিনেমাতে তার পরিবর্তে নেওয়া হয় পূজা চেরিকে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
‘দেনা পাওনা’ থেকে বাদ পড়ার বিষয়টি নিয়ে দীঘি কোনো কথা বলতে না চাইলেও ছবির পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘চুক্তিবদ্ধ হলেও কাজের জন্য তিনি সময় দিতে পারেননি। তাই নিরুপমা চরিত্রে প্রভাকে নেওয়া হয়েছে।’ তবে এর আগে ‘টগর’ সিনেমার পরিচালক আলোক হাসান দীঘির বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণ এবং অপেশাদারত্বের অভিযোগ তুলেছিলেন। ‘সুড়ঙ্গ’ ছবিতে বাদ পড়ার সময়ও দীঘি অপেশাদার বলে অভিযোগ আনেন পরিচালক রায়হান রাফি।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
কিন্তু ‘দেনা পাওনা’র পরিচালক স্পষ্ট করে বলেন, ‘এখানে তেমন কোনো বিষয় নেই। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। দ্বন্দ্বের প্রশ্নই আসে না। দীঘি শুধু সময় দিতে পারেননি, এতটুকুই। আমরা ওকে মিস করেছি।’ সরকারি অনুদানে নির্মিত ছবিটিতে কলকাতার এক ম্যাজিস্ট্রেট ও জমিদারের ছেলে চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন। তার বিপরীতে দীঘির পরিবর্তে এখন কাজ শুরু করেছেন প্রভা।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা