দর্শকের ভালোবাসার জায়গায় থাকতে চাই
সাক্ষাৎকার
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। প্রায় এক যুগের ক্যারিয়ারে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে ভেঙেছেন বহুবার। একই সঙ্গে দর্শকের প্রশংসাও কুড়িয়েছেন। সম্প্রতি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সহযাত্রা’ নামের ইউটিউব ফিল্মে অভিনয় করেছেন তিনি। কথা হয় তার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন- জাহিদ ভূঁইয়া
মাঝে অনেকদিন অভিনয়ে দেখা যায়নি। এর কারণ কী?
প্রায় দুই মাসের একটা বিরতি নিয়েছিলাম। গত ডিসেম্বর থেকে চলতি বছরের ঈদুল আজহা পর্যন্ত নাটকের শুটিং নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে, বিরতিটা খুব দরকার ছিল। এই সময়টাতে বিশ্রাম নিয়েছি এবং পরিবার আর বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটিয়েছি। প্রায়ই অনেক বন্ধু অভিযোগ করে, আমাকে পাওয়া যায় না। আশা করি, অনেকদিন এমন অভিযোগ আর করবে না (হাসি)।
‘সহযাত্রী’ ফিল্ম দিয়ে শুটিংয়ে ফিরলেন। এর গল্প প্রসঙ্গে জানতে চাই।
স্বামী ও স্ত্রী সৃষ্টিকর্তার জুড়ে দেওয়া একটি সম্পর্ক। সংসারে একে অপরের প্রতি ভালোবাসা, মর্যাদা ও মায়া-মমতার ওপর সুখী দাম্পত্য জীবন গড়ে ওঠে। কিন্তু এসব অনুভূতি দেখা যায় না। ফলে সম্পর্কে এগুলো আছে নাকি নেই, সেই ভাবনা স্বামী ও স্ত্রীকে কোথায় ঠেলে দিতে পারে- সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে। তবে বিরহের আবহে নয়, দর্শকরা বরং বিদ্রƒপাত্মক ঢঙ খুঁজে পাবেন গল্পে। ফিল্মে নীহার (নাজনীন নীহা) সঙ্গে আমার রসায়ন জমেছে বেশ। চলতি মাসেই সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে ফিল্মটি প্রচার হবে। আশা করছি, দর্শক পছন্দ করবেন।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
পর্দায় একটি চরিত্র ফুটিয়ে তুলতে যতটা প্রস্তুতি প্রয়োজন, সেই সময়টুকু কী পাওয়া যায়?
আমার অভিনীত বেশির ভাগ নাটক দেখেই অনেকে মনে করেন, শুটিংয়ের আগে অনেক প্রস্তুতি নিয়েছি। সত্যি বলতে কী, একক নাটকে অতটা সময় পাওয়া যায় না। এখানে বাজেটের বিষয়টা অনেক বড় ব্যাপার। দুই থেকে তিন দিনের মধ্যেই প্রডাকশন নামাতে হয়। ফলে চরিত্রের জন্য আলাদা করে রিহার্সাল কিংবা ভাবার সুযোগ হয়ে ওঠে না। তবে আমি সব সময় চেষ্টা করি চরিত্রের মধ্যে ঢুকে মন ডুবিয়ে কাজ করার। তবে সময় একটু বেশি পেলে আরও ভালো করা যেত হয়তো। এই আফসোসটা থেকেই যাবে।
ভিউ দিয়ে অনেকে জনপ্রিয়তা মাপকাঠি করেন। বিষয়টি কতটা যুক্তিযুক্ত বলে মনে হয়?
জনপ্রিয়তা এক ব্যাপার, ভিউয়ের বিষয়টি অন্য। আমার কাছে ভিউ মানে শুধু সংখ্যা। খেয়াল করলে দেখবেন- এমন অনেক ভালো গল্পের কাজ আছে, যার ভিউ একেবারেই কম। আবার অনেক বাজে কাজের ভিউ আছে কোটি কোটি। তাই শুধু ভিউ দিয়ে জনপ্রিয়তা বিচার করা ঠিক নয়। ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে ভালো কাজ করতে হবে। না হলে হারিয়ে যেতে হবে।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা
এই সময়ে নাটকের অন্যতম শীর্ষ তারকা আপনি। এটা ভাবতে কেমন লাগে?
শীর্ষ অভিনেতার তালিকায় নাম আছে কী নেই, এটা নিয়ে কখনও মাথা ঘামাই না। দর্শকের কাছে আমার কাজ কতটা ভালো বা মন্দ লেখেছে, সেই বিষয়টা বড় করে দেখি। কারণ আমি জানি, অভিনয় জীবনের সব শক্তি ও সাহস জোগান দেয় দর্শকরা। তাদের ভালোবাসা পেয়েছি বলেই এখনও নিরলস কাজ করে যাওয়ার সুযোগ পাচ্ছি। তাই নিয়মিত অভিনয় করে যেতে এবং দর্শকের ভালোবাসার জায়গায় থাকতে চাই।’
ওটিটিতে কবে ফিরবেন?
আমার কাছে মাধ্যম কখনই মুখ্য বিষয় নয়। কোন ধরনের গল্প ও চরিত্রে কাজ করছি, সেটা প্রাধান্য দিই। ওটিটিতে এখন কাজ করছি না, তার মানে ভালো কোনো গল্পের অফার পাচ্ছি না। গল্প ও চরিত্র পছন্দ হলে যে কোনো সময়ই ওটিটিতে দেখতে পাবেন আমাকে।
বড়পর্দায় নাম লেখানোর ইচ্ছে নেই?
আপাতত ইচ্ছে নেই। বড়পর্দা নিয়ে এখনও চিন্তা করিনি। আমি পুরোপুরি নাটকে মনোযোগ দিতে চাই। এমন কিছু গল্প ও চরিত্রে কাজ করতে চাই, যেগুলোতে নিজে তৃপ্ত হওয়া যায়।