চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

সিংড়া (নাটোর) প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৫, ২১:৫০
শেয়ার :
চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

‘নিজ ইচ্ছায় মৃত্যুবরণ করতেছি, আমার মৃত্যুর জন্য কেহ দায়ী থাকবে না’—চিঠি লিখে রিপন চন্দ্র মোদক (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

আজ রবিবার বেলা ১১টায় নাটোরের সিংড়া পৌরসভার কাঁটাপুকুরিয়া মহল্লার একটি ভাড়া বাড়ি থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে  ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

রিপন চন্দ্র মোদক রংপুর পীরগাছা থানার দেউতি গ্রামের সুবল চন্দ্র মোদাকের ছেলে। তিনি সিংড়া উপজেলায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানীর এমপিও হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বাবা সুবল চন্দ্র মোদক বলেন, ‘ছেলের আত্মহত্যার কারণ পরিবারের সবার অজানা। এভাবে চিঠি লিখে ছেলে পরপারে চলে যাবে কখনো ভাবতেই পারেনি।’

বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’