নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক
পাবনার ঈশ্বরদীতে নিজ ঘর থেকে শারমিন আক্তার লিমা (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
গতকাল শনিবার দিনগত গভীর রাতে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমা ওই গ্রামের আশিকুর রহমান শাওনের স্ত্রী এবং জয়নগর গ্রামের আদম আলী মণ্ডলের মেয়ে। ছয় বছর আগে শাওনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের তিন বছরের একটি মেয়ে রয়েছে।
লিমার ভাই রাজন আলী অভিযোগ করে বলেন, ‘আমার বোনকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। পরে আমাকে ফোন দিয়ে আত্মহত্যার কথা বলা হয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখি, স্বামী শাওন মরদেহ খাটের ওপর নিয়ে বসে আছে।’
স্থানীয়রা জানান, শাওনের অন্য এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক থাকায় তাদের সংসারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। বিষয়টি নিয়ে এর আগেও একাধিকবার সালিস বৈঠক হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাকিউল আযম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের স্বামী শাওনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।