সাবেক মন্ত্রী আব্দুল আলিমের মৃত্যুবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল আলিমের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে শহরের ধনমন্ডি এলাকায় পৌর কমিউনিটি সেন্টারে জেলা নাগরিক কমিটির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠান হয়। সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম বুলেটের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মণ্ডল।
প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং প্রধান বক্তা ছিলেন সাবেক হুইপ আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন ও আব্দুল আলিমের ছেলে কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সল আলিম।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন শহর বিএনপির সাবেক আহ্বায়ক মতিয়র রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেনা কবীর, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল, জেলা জজ কোর্টের পিপি শাহনুর রহমান শাহিন, জিপি সালামত আলী, ভাদসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা আব্দুল আলিমের রাজনৈতিক জীবনের নানা দিক স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?