তাড়াশে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে আজিজুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামের দক্ষিন মাঠে এ ঘটনা ঘটে।
আজিজুল ইসলাম মালশিন গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা জহির রায়হান বলেন, আজ বেলা সাড়ে ১১ টার দিকে বৃষ্টির সময় আজিজুল ইসলাম বাড়ির পাশে রোপা আমন জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।