নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি, দিলেন যে আশ্বাস

অনলাইন ডেস্ক
৩১ আগস্ট ২০২৫, ১১:২৮
শেয়ার :
নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি, দিলেন যে আশ্বাস

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। এ সময় নুরকে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও আশ্বস্ত করেন তিনি।  

আজ রবিবার সকালে গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকাল ১০টা ৭ মিনিটে ফোন করে নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে নুরুল হক নুরকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও আশ্বস্ত করেন। 

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, নুরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি তার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন।

একই সঙ্গে এ জঘন্য হামলায় জড়িতদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মর্মেও রাষ্ট্রপতি আশ্বস্ত করেছেন, যোগ করেন আবু হানিফ।

প্রসঙ্গত, শুক্রবার রাত ৯টার দিকে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত। ফেটে গেছে নাক। এ সময় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় দলীয় নেতাকর্মীদের।

বর্তমানে নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা স্টেবল (স্থিতিশীল) রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

গতকাল শনিবার সকালে তিনি জানান, নুরের নাকের হাড় ভেঙে গেছে। তার চোখের ওপরে আঘাত রয়েছে, মাথায় সামান্য রক্তক্ষরণ রয়েছে।পাঁচ বিভাগের চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে নুরের চিকিৎসা চলছে বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। 

জানা গেছে, নুরুল হক নুরের চিকিৎসায় গঠিত ছয় সদস্যের মেডিকেল বোর্ডে রয়েছেন ঢামেকের পরিচালক, অ্যানেস্থিশিয়া বিভাগের প্রধান, ক্যাজুয়ালটি, নাক-কান-গলা, নিউরোসার্জারি ও চক্ষু বিভাগের একজন করে চিকিৎসক।