ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের চীন সফর বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২৫, ১০:৩৩
শেয়ার :
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের চীন সফর বাতিল

রাজনৈতিক অস্থিরতা ও রাজধানীর বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো নিজের চীন সফর বাতিল করেছেন। এদিকে, দেশটির ক্রমবর্ধমান সহিংসতার কারণে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের লাইভ ফিচার বন্ধ করে দিয়েছে।

প্রেসিডেন্টের মুখপাত্র শনিবার এ ঘোষণা দেন। এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে সংসদ ভবনে অগ্নিসংযোগের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

এ বিক্ষোভ প্রাবোও সরকারের জন্য প্রথম বড় পরীক্ষা। সোমবার জাকার্তায় সংসদ সদস্যদের বাড়তি বেতন নিয়ে আন্দোলন শুরু হলেও পরে তা আরও সহিংস হয়ে ওঠে। সে সময় পুলিশের একটি গাড়ি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে হত্যা করে।

প্রেসিডেন্টের মুখপাত্র প্রসেত্যো হাদি এক ভিডিও বিবৃতিতে বলেছেন, ‘প্রেসিডেন্ট সরাসরি ইন্দোনেশিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং সর্বোত্তম সমাধান খুঁজে বের করতে চান। তাই তিনি দুঃখ প্রকাশ করেছেন যে, চীনা সরকারের আমন্ত্রণে এবার যেতে পারছেন না।’

প্রসঙ্গত, চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন। যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিশ্বের ২০টিরও বেশি শীর্ষ নেতার অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে টিকটক জানিয়েছে, তারা ইন্দোনেশিয়ায় তাদের লাইভ ফিচারটি কয়েক দিনের জন্য স্থগিত করেছে।

জাকার্তা এই সপ্তাহে মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেটেড এবং টিকটক সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির প্রতিনিধিদের ডেকে পাঠায় এবং তাদের কন্টেন্ট নিয়ন্ত্রণ বাড়াতে বলে, কারণ অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। সরকার বলেছে, এই ধরনের বিভ্রান্তিকর তথ্যের কারণে এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে।