নুরের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মশাল মিছিল, সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৫, ১০:০৩
শেয়ার :
নুরের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মশাল মিছিল, সমাবেশ

জাতীয় পার্টি ও আইন-শৃঙ্খলা বাহিনীর কতিপয় বিপথগামী সদস্যের নির্মম নির্যাতনের শিকার জুলাইয়ের অগ্রসেনানী ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা নাগরিক কমিটি, গণঅধিকার পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। 

গতকাল শনিবার রাতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি মশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। 

এ সময়ে বক্তব্য রাখেন জেলা গনঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম মান্না, সাংগঠনিক সম্পাদক সিরাজ খান আরিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহরিয়ার অভি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আলামিন, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান প্রমুখ। 

বক্তারা বলেন, ‘ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর সম্পূর্ণ অন্যায়ভাবে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’