গাজায় ইসরায়েলের তীব্র হামলা, নিহত ৭৭

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২৫, ০৮:৫৬
শেয়ার :
গাজায় ইসরায়েলের তীব্র হামলা, নিহত ৭৭

ইসরায়েলি বাহিনী গাজা জুড়ে কমপক্ষে ৭৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে ৪৭ জন উত্তর গাজা সিটির। সেনাবাহিনী শহরটি দখল এবং সেখানে বসবাসকারী প্রায় দশ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার অভিযান তীব্রতর করার পর এ হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের হত্যাকাণ্ডে ১১ জন ফিলিস্তিনি খাদ্য সহায়তার জন্য লাইনে দাঁড়ানোর সময় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন অপুষ্টিতে মারা গেছেন, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

আল জাজিরা সূত্রে জানা গেছে, গাজা সিটিতে ইসরায়েলি বাহিনী পরপর তিনটি হামলা চালিয়ে একটি অ্যাপার্টমেন্ট ভবন ভেঙে ফেলেছে। এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এছাড়া শিশু সহ এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, এই হামলার পর সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং আশেপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক শিশু আহত হয়েছে, তাদের রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। 

প্রতিবেদক এমন একজন শিশুকে হাসপাতালে স্থানান্তরিত হতে দেখেছেন যার পিঠে আহত অন্যদের মাংস লেগে আছে।

তিনি আরও জানান, ইসরায়েলি সামরিক বাহিনী ঘনবসতিপূর্ণ এলাকাটিতে বিমান হামলা বাড়িয়েছে, যার ফলে মানুষ আরও বাস্তুচ্যুত হচ্ছে। এ অবস্থায় নিরাপদ আশ্রয় খুঁজছেন ঘর হারা মানুষেরা।