প্রধানমন্ত্রী নিহতের খবর নিশ্চিত করেছে হুতি, প্রতিশোধের প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২৫, ০৮:২৮
শেয়ার :
প্রধানমন্ত্রী নিহতের খবর নিশ্চিত করেছে হুতি, প্রতিশোধের প্রতিশ্রুতি

রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইয়েমেনের বিদ্রোহীরা। এ নিয়ে গোষ্ঠীটির এক কর্মকর্তা ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

শনিবার এক বিবৃতিতে হুতিরা জানিয়েছে, বৃহস্পতিবার সানায় এক বিমান হামলায় আহমেদ আল-রাহাবি এবং অন্যান্য মন্ত্রী নিহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আল-রাহাউই, যিনি বিভক্ত দেশের যেসব এলাকা হুতিদের নিয়ন্ত্রণে ছিল, সেখানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে হুথি নেতৃত্বাধীন সরকারের অন্যান্য সদস্যদের সঙ্গে একটি কর্মশালার সময় লক্ষ্যবস্তু করা হয়।

তবে ইসরায়েলি হামলায় আরও কতজন মন্ত্রী নিহত হয়েছেন তা হুথিরা নির্দিষ্ট করেনি।

দিনের শেষে এক ভিডিও বার্তায় ইয়েমেনি রাজনীতিবিদ এবং হুথিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী সামরিক কর্মকর্তা মাহদি আল-মাশাত বলেন, ‘আমরা প্রতিশোধ নেব এবং ক্ষতের গভীর থেকে আমরা বিজয় অর্জন করব।’

এর আগে সানায় আক্রমণ নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হুথি সরকারের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।

গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের মধ্যে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পায়।