তামান্নার মুখে প্রাক্তনের প্রশংসা
দক্ষিণের অভিনেত্রী তামান্না ভাটিয়া এখন এই উপমহাদেশের পরিচিত নাম। বিশেষ করে আইটেম সং ‘আজ কি রাত’ গানের মাধ্যমে তার জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে। কাজ ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার প্রাক্তন বিজয় বার্মাকে নিয়ে খোলামেলা উত্তর দিয়েছেন।
বলা যায়, প্রাক্তনের প্রশংসাই করলেন তিনি। তামান্না বলেন, ‘আমার জীবনে আসা প্রত্যেক পুরুষই অসাধারণ ছিলেন। সর্বশেষ টানা দুবছর বিজয় বর্মার সঙ্গে সম্পর্ক ছিল আমার।’ জানা যায়, ‘লাস্ট স্টোরিজ ২’ ছবিতে অভিনয় করতে গিয়ে প্রেম শুরু তাদের। সম্পর্ক নিয়ে কোনো রাখঢাক ছিল না তাদের। বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে পৌঁছে যেতেন। সেই সম্পর্কটা হুট করেই ভেঙে যায়।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
শোনা যায়, তামান্না বিয়ে করে থিতু হতে চাইলেও রাজি হননি অভিনেতা। যার জেরে আলাদা হয়ে যান তারা। যদিও এই বিষয়ে তামান্না নিজে কোনো কথা বলেননি এখনও। তামান্না আরও বলেন, ‘আমি আমার জীবনে অসাধারণ কিছু পুরুষকে পেয়েছি। এই পুরুষদের থেকে আমি নানাভাবে সমর্থন পেয়েছি। অবশ্যই নারীরা নিজে শক্তিশালী হন। কিন্তু সেটা তাদের নিজেদের বোঝার জন্য একটা আয়নার প্রয়োজন হয়। সেই আয়নার কাজ করেন এই পুরুষরা। তারাই আপনাকে দেখাবে, আপনি কতটা শক্তিশালী। আমি এটাই বিশ্বাস করি।’
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা