পাগলা মসজিদের ১৩ সিন্দুকে পাওয়া গেছে ৩২ বস্তা টাকা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি সিন্দুক খুলে এবার পাওয়া গেছে ৩২ বস্তা টাকা। আজ শনিবার ওই দান সিন্দুকগুলো খোলা হয়। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দীর্ঘ ১২ঘন্টায় চার শতাধিক মানুষের গণনার পর পাওয়া যায় ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা। এ নিয়ে মসজিদের তহবিল শতকোটি টাকা ছাড়াল।
মসজিদের এডহক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান, সহ-সভাপতি ও পুলিশ সুপার মো. হাছান চৌধুরী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনী, র্যাবসহ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতা, জেলায় কর্মরত সাংবাদিক ও বিপুল সংখ্যক উৎসুক জনতার উপস্থিতিতে ৪ মাস ১৮ দিন পর সিন্দুকগুলো খুলে বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি সোনা রূপা, বৈদেশিক মুদ্রা ছাড়াও অনেকগুলো চিঠি পাওয়া যায়।
আজ শনিবার সকাল ৭টায় পাগলা মসজিদের অভ্যন্তরে রাখা সিন্দুকগুলো খুলে মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে গণনার কাজ শুরু করেছেন মাদ্রাসার ছাত্র, ব্যাংক কর্মকর্তা কর্মচারীসহ চার শতাধিক মানুষ।
এর আগে চলতি বছরের ৪ এপ্রিল পাগলা মসজিদের বাক্সগুলোতে পাওয়া যায় ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা।
মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, অনুদান থেকে প্রাপ্ত জমাকৃত টাকা দিয়ে একটি আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ শীঘ্রই শুরু করা হবে। যেখানে ৩৫ হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবে।