মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
নীলফামারীর ডোমারে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নে তেলিপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
মৃত শিশুরা হলো কেতকীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া গ্রামের হানিফ সরকারের মেয়ে হুমায়রা (৭) ও একই গ্রামের তাহেরুলের ছেলে তৌফিক (৬)।
স্থানীয়রা জানায়, পরিবারের অজান্তে বাড়ীর ছেঁড়া মশারির টুকরো নিয়ে বাড়ীর পাশ্ববর্তী পাঙ্গা নদীতে মাছ ধরতে নামে ৩ জন শিশু। একপর্যায়ে নদীর মাঝখানে গেলে পানিতে ডুবে যায় হুমায়রা ও তৌফিক। ওই সময় তাদের সঙ্গে থাকা অপর শিশু সিয়াম নদীর পাড়ে উঠে চিৎকার শুরু করেন।
পরবর্তীতে স্থানীয় লোকজন এসে ডুবে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চত করে কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান বলেন, ‘এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।’