‘মনে করেন না রংপুরে জাতীয় পার্টি দুর্বল, হাত-পা ভেঙে লাশ ফেলাইয়া দিব’

রংপুর প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৫, ২০:১০
শেয়ার :
‘মনে করেন না রংপুরে জাতীয় পার্টি দুর্বল, হাত-পা ভেঙে লাশ ফেলাইয়া দিব’

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘মনে করেন না রংপুরে জাতীয় পার্টি দুর্বল। একদম সবগুলোর হাত-পা ভেঙে দিব। লাশ ফেলাইয়া দিব।’

আজ শনিবার দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জাপা কো-চেয়ারম্যান মোস্তফা বলেন, ‘এখানে যদি ওদের শক্তি সামর্থ্য থাকে তাহলে আসুক, দেখুক কী হয়। ওদের আরও যদি কোনো সহযোগী থাকে তাদের নিয়ে আসুক। অসুবিধা নেই। আমরা রংপুরের রাজনীতি করি। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা লড়াই করে যাব। আমরা অন্যায়কে বরদাস্ত করব না, আমরা কাউকে ছাড়ও দেব না। আমাদের পার্টি অফিস রক্ষা করব। এতে আমি জেলে যেতে পারি, আমি মারাও যেতে পারি। তবু অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তার কার্যকলাপের কারণে কোথাও গিয়ে আটক হচ্ছে, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ হচ্ছে, আবার যেখানে সেখানে মার খায়। এই ভিপি নুর এক সময় আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা মা বলে পা ছুঁয়ে সালাম করেছিল। অথচ এখন তারাই হয়ে গেছে ফ্যাসিস্ট বিরোধী শক্তির হাতিয়ার। আমরা যারা নির্বাচন করেছি, তারা হয়ে গেছি ফ্যাসিস্টদের দোসর। এই হলো বর্তমান অবস্থা।’

মোস্তাফিজার রহমান বলেন, ‘এখন যদি নির্বাচন হয় তাহলে বিএনপি সরকারে আসবে। বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে এজন্য বিএনপিকে কীভাবে আলাদা করে রাখা যায়, বিশেষ করে স্বাধীনতার বিপক্ষের শক্তি বিএনপিকে কালার করার চেষ্টা করছে। বিএনপির জনপ্রিয়তার ধস নামার জন্য তারা চেষ্টা করছে। এটা একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা বলে মনে করি। নির্বাচন পেছানো এবং বিএনপির ভাবমূর্তি নষ্টের কাজে তারা ব্যস্ত আছে।’

জাপা কো-চেয়ারম্যান বলেন, ‘২০১৪ সালে যখন জাতীয় পার্টির চেয়ারম্যানকে সিএমএস বাড়িতে থেকে তুলে নিয়ে গেল তখন একটা দলও তার পক্ষে কথা বলল না।’

বিগত সময়েও জাতীয় পার্টি একাই নির্বাচন করেছেন, আগামীতে একাই নির্বাচন করবেন। নিজস্ব শক্তিতে বলীয়ান হয়ে জাতীয় পার্টি মাঠে লড়বে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলার আহ্বায়ক মোহাম্মদ আজমল হোসেন লেবুসহ জাতীয় পার্টির মহানগর ও জেলার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে সকাল থেকেই দলীয় অফিসে পাহারা বসায় জাতীয় পার্টি। এসময় দলীয় কার্যালয়ের ভিতরে লাঠি সোটা নিয়ে যেতে দেখা যায়। রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির সব পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নিয়েছে।