নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড জরুরি: রফিকুল ইসলাম

বগুড়া প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৫, ১৮:১৪
শেয়ার :
নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড জরুরি: রফিকুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘আগামীকাল নির্বাচন হলেও জামায়াত প্রস্তুত। তবে তার আগে গণহত্যার বিচার, মৌলিক সংস্কার এবং প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করতে হবে। সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করে জনগণ যেনে-তেনভাবে একটি নির্বাচন চায় না।’

আজ শনিবার দুপুরে শহীদ টিটু মিলনায়তনে জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশগ্রহণের বিষয়ে রফিকুল ইসলাম খান বলেন, ‘জামায়াত একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল এবং ইসলামী দলসহ দেশপ্রেমিক শক্তিকে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে। বৃহত্তর ঐক্য গড়ে দেশকে স্বৈরশাসনের কবল থেকে মুক্ত করতে হবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘মৌলিক সংস্কার ছাড়াই নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে, যা জনগণ কোনোদিন মেনে নেবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশবাসী সন্তুষ্ট হবে না।’

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, আঞ্চলিক টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বগুড়ার বিভিন্ন আসনের প্রার্থী ও শিবির নেতৃবৃন্দ।