স্বরণের গানে মডেল সেন্টু

বিনোদন প্রতিবেদক
৩০ আগস্ট ২০২৫, ১৭:৫৩
শেয়ার :
স্বরণের গানে মডেল সেন্টু

নাটক, টেলিছবি ও ওয়েব সিরিজের পর এবার গানের মডেল হলেন ‘কারাগার’খ্যাত অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু। গানের শিরোনাম ‘প্রেম শিখাইয়া গেলা কই’। এটি গেয়েছেন তরুণ সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার তাফসির স্বরণ। সম্প্রতি গানটি প্রকাশ হয়েছে ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।

সেন্টু বলেন, ‘স্মরণ ভাইয়ের সঙ্গে আমার প্রথম পরিচয় একটা সিনেমাকে কেন্দ্র করে। তিনি একটা সিনেমা বানানোর কথা ছিল, যেটার মূল চরিত্রে আমি ছিলাম। কিন্তু দেশের অবস্থা খারাপ হওয়ার কারণে সিনেমাটি আর শুরু করা হয়নি। সেখান থেকেই মূলত পরিচয়। তারপর ধীরে ধীরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আমরা যেভাবে কাজ নিয়ে এগোতে চাই, সেই জায়গা থেকে আমরা দুজনের মনস্তাত্ত্বিক ভাবনা সুন্দর করে মিলে গেছে।’

তিনি আরও বলেন, ‘এর আগে নাটক, সিনেমা বা ওয়েব সিরিজের গানে কাজ করেছি। তবে এবারই প্রথম শুধুমাত্র মিউজিক ভিডিও’র মডেল হলাম। আশা করি, কাজটি সবার ভালো লাগবে।’

যোগ করে সেন্টু আরও বলেন, ‘একদিন হঠাৎ তিনি বললেন নতুন গানের (প্রেম শিখাইয়া গেলা কই) মিউজিক ভিডিওতে আমাকে দরকার। লঞ্চের রান্নাঘরে একজন থাকেন- এমন একটা চরিত্রে। যে কিনা শাড়ি পরে মেয়ে সেজে সবাইকে আনন্দ দেয়। প্রথমে শাড়ি পরতে চাইনি, কিন্তু সবাই বলছে ভালো লাগছে তারপর পরি।’

তাফসির স্মরণের সঙ্গে ‘সার্কাস ভবন’ নামের আরও একটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন বলেও জানান সেন্টু। সেখানে যে গানটি ব্যবহৃত হয়েছে, সেটিতে কণ্ঠ দিয়েছেন স্মরণ, সুর করেছেন সেন্টু। যৌথভাবে কথা লিখেছেন আওরঙ্গজেব ও সেন্টু।

বলা দরকার, স্মরণের একাধিক গান ইতিমধ্যেই শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেগুলোর মধ্যে ‘আমার লাগি তোমার বাড়ি গোলাপও লাগাইয়ো (সোনার তরী)’, ‘তোমার প্রেমের পথিক প্রেমী’, ‘না হয় মুখের মেলা’, ‘সাধের পাখি’, ‘ভালোবাসি’, ‘ধোয়ার লগে উড়াইয়া দাও (ভবের ঘর)’, ‘সখীর প্রেমে পাগল হয়েছি’ ইত্যাদি উল্লেখযোগ্য।