নিজ বাসার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ

ভোলা প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৫, ১৩:৫৯
শেয়ার :
নিজ বাসার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ

ভোলায় নিজ বাসার সামনে মো. সাইফুল্লাহ আরিফের (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শনিবার সকালে ভোলা পৌর ৩ নং ওয়ার্ডের কালীবাড়ি রোড এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত আরিফ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ভোলা সদর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তার বাবার নাম বশির উদ্দিন মাস্টার।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 

নিহতের বাবা সদর উপজেলার রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. বশিরউদ্দিন বলেন, ‘শুক্রবার রাতে সাইফুল্লাহ আরিফ রাতে তার নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। ভোরে ফজরের নামাজ পড়তে বের হওয়ার সময় দেখি বাসার গেটের সামনে ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে।’ 

তিনি অভিযোগ করে বলেন, ‘আমার একমাত্র ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ছেলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ দেখতে পাই। আমি এর বিচার চাই।’

ভোলার অতিরক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকারের নেতৃত্বে থানা ও গোয়েন্দা পুলিশ শনিবার সকাল ১১টার দিকে নিহত ছাত্রলীগ নেতার বাসায় গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতের বাবাসহ তার আত্মীয় ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।

ভোলার পুলিশ সুপার শরীফুল হক বলেন, ‘প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত করেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।’

তিনি বলেন, ‘আরিফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’