আসছে তাদের ‘তুমি আমার প্রেম পিয়াসা’
উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। কাওয়ালি গানের পাশাপাশি হিন্দি সিনেমার মেলোডি-নির্ভর গানেও পাওয়া গেছে তাকে। গুণী এই শিল্পীকে এবার পাওয়া যাবে বাংলা গানে।
সম্প্রতি ‘তুমি আমার প্রেম পিয়াসা’ নামের একটি বাংলা গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। এর কথা লিখেছেন গীতিকার কবির বকুল। সুর-সংগীত করেছেন রাজা কাশেফ। লন্ডনে চিত্রায়িত গানের ভিডিওতে অংশ নিয়েছেন রাহাত ফতেহ আলী খান। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
গানটি প্রসঙ্গে রুবাইয়াত জাহান বলেন, ‘আমার কাছে মনে হলো, আকাশের চাঁদ হাতে পেলাম। আমি মনে করি, এটা আমার জীবনের অন্যতম একটি অর্জন। আমি আমার গায়কির সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এই গানে। আশা করছি, ভালোবাসার এই গান পৌঁছে যাবে মানচিত্র পেরিয়ে দূর-বহুদূরে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ২ সেপ্টেম্বর তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পবে ‘তুমি আমার প্রেম পিয়াসা’র ভিডিও। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি-বিদেশি একাধিক মিউজিক প্লাটফর্মে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’