পুকুরে বিষ প্রয়োগ করে ৪ লক্ষাধিক টাকার মাছ নিধন
রংপুরের মিঠাপুকুরের কাফ্রিখাল ইউনিয়নের বুজরুক মাহাদিপুর পশ্চিমপাড়া এলাকায় রাতের আধারে ২টি পুকুরে ১০ কেজি বিষ (অ্যালুমিনিয়া ফসফাইড) প্রয়োগ করে সাড়ে ৪ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
আজ শনিবার সকালে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধনের বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি তদন্ত মো. হাফিজুর রহমান।
এর আগে শুক্রবার গভীর রাতে স্থানীয় বদরুদ্দোজা মাহমুদের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়।
স্থানীয় নজরুল ইসলাম বলেন, ‘শুক্রবার সকাল ৬টায় পুকুরের পাশের রাস্তা দিয়ে হাঁটার সময় দেখি দীঘিতে সব মাছ মরে ভেসে আছে। আমি গিয়ে বদরুদ্দোজাকে ডেকে বলি খাদ্য কতগুলো দিয়েছেন, গ্যাস করছে মনে হয়। পরে দেখি পুকুরে বিষ দেওয়ার পলিথিনসহ মাছ ভেসে আছে। রাতে কে জানি বিষ দিয়ে সব মাছ মেরে ফেলেছে।’
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সার্জেন্ট মো. বদরুদ্দোজা মাহমুদ জানান, আমার ২টি পুকুরে রাতের আধারে কে যেন বিষ প্রয়োগ করে সাড়ে ৪ লাখ টাকার মাছ নিধন করেছে। এই এলাকায় আওয়ামীলীগ নেতা মাহবুল আলম ছাড়া আমার অন্য কারো সঙ্গে দ্বন্দ্ব বিবাদ নেই। থানায় অভিযোগ দিয়েছি। প্রশাসন তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করুক।’
মিঠাপুকুর থানা পুলিশের এসআই মনোয়ারুল ইসলাম জানান, পুকুরে বিষ প্রয়োগের ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা বিষ প্রয়োগ করে অনেকগুলো মাছ মেরে ফেলেছে। কিছু মাছ ভেসে উঠেছে। বাকি মাছগুলো পানির নিচে পড়ে আছে।
মিঠাপুকুর থানা পুলিশের ওসি তদন্ত মো. হাফিজুর রহমান জানান, পুকুরে বিষ প্রয়োগের ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ বিষয়ে ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।