পুতিনের সঙ্গে বৈঠক করছেন মোদি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার পুতিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র ইউরি উশাকভ এ তথ্য নিশ্চিত করেছেন।
আগমীকাল ৩১ আগস্ট থেকে চীনের পর্যটন শহর তিয়ানজিনে শুরু হচ্ছে রাশিয়া-চীন নেতৃত্বাধীন অর্থনৈতিক ও আন্তঃসরকার জোট শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন, শেষ হবে ১ সেপ্টেম্বর। এসসিও সম্মেলন শেষে তিয়ানজিনেই হবে পুতিন-মোদি বৈঠক।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
শুক্রবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনে আয়োজিত সংবাদ সম্মেলনে উশাকভ বলেছেন, ‘ভারতের সঙ্গে আমাদের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। তা ছাড়া আগামী ডিসেম্বরে ভারত সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট। সেই সফরকে সামনে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুতে তাদের মধ্যে আলোচনা হবে।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস