সাঁথিয়ায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

সাঁথিয়া প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৫, ১০:৩৫
শেয়ার :
সাঁথিয়ায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের স্বরগ্রাম দক্ষিণপাড়া গ্রামে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সুজন (৩৫) নামে এক যুবকের মৃত্য হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, তিনি ওই দক্ষিণপাড়া গ্রামে আসাদ খার ছেলে।

নিহতের পিতা মো. আসাদ আলী জানান, সুজন অন্যান্য দিনের মতো শুক্রবার সন্ধ্যায় অটোভ্যান চালিয়ে এসে বিদ্যুতের লাইনে চার্জ দিতে যায়। এ সময় বিদ্যুতায়িত হলে তাকে উদ্ধার করে হাসাপতালে নেওয়ার পথে মারা যায়।

এদিকে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক যুবদল সভাপতি মহিদুল ইসলাম।