হবিগঞ্জ বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত
হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার গুলশানে চেয়ারপারসনের অফিসে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
আগামী ৬ সেপ্টেম্বর সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা ছিল। কিন্তু উপজেলা ও পৌর ইউনিট কমিটিতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি কে গউসের পছন্দের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করাসহ বিভিন্ন অভিযোগ এনে সাবেক নেতা শেখ সুজাত মিয়া, সংরক্ষিত আসনের সাবেক এমপি শাম্মি আক্তার নেতৃত্বে বিএনপির একটি গ্রুপ সম্মেলন ও কাউন্সিলে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়।
বিভিন্ন ইউনিটে ‘পকেট কমিটি,গঠন হয়েছে দাবি করে পদবঞ্চিত নেতাকর্মীরা তা বাতিলের জন্য জেলা সদরে বিক্ষোভ ও উপজেলাগুলোতে ঝাড়ু ও জুতা মিছিল করেন। কোন্দলের বিষয়টি কেন্দ্রীয় কমিটির নজরে এলে সিলেট বিভাগের টিম লিডার প্রফেসর এ জেড এম জাহিদ হোসেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল যুগ্ম আহ্বায়কদের সঙ্গে বৃহস্পতিবার দিনে ও রাতে দুই দফা ঢাকায় চেয়ারপারসনের অফিসে বৈঠকে মিলিত হন।
বৈঠকে অংশ নেওয়া জেলা বিএনপির একজন যুগ্ম আহ্বায়ক জানান, উভয় গ্রুপের নেতাদের বক্তব্য শোনার পর দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৬ সেপ্টেম্বরের সম্মেলন ও কাউন্সিল স্থগিত করা হয়। একইসঙ্গে আগের নির্বাচন কমিশন বাতিল, উপজেলা ও পৌর কমিটির তালিকায় যেসব সদস্যদের বিরুদ্ধে বিগত ১৫ বছর নিষ্ক্রিয়তার অভিযোগ রয়েছে তাদের বাদ দিয়ে উভয় গ্রুপ মিলে দলের ত্যাগী ও জেল-জুলুম নির্যাতনের শিকার কর্মীদেরকে সম্পৃক্ত করে নয়া কমিটি গঠন করতে বলা হয়েছে।
তিনি আরও জানান, রাত আড়াইটায় বৈঠক শেষ হয়। বৈঠকে এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিনকে বাদ দিয়ে এডভোকেট মো. বদরু মিয়াকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।