তাল কুড়াতে গিয়ে নিখোঁজ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৫, ২১:৫২
শেয়ার :
তাল কুড়াতে গিয়ে নিখোঁজ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

সকালে তাল কুড়াতে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হন কমলা বেগম (৫০) নামের এক নারী। দুপুরে খোঁজাখুঁজির একপর্যায়ে তার গলাকাটা মরদেহ মাটিচাপা দেওয়া অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

আজ শুক্রবার গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কমলা বেগম ওই গ্রামের মো. কদম আলীর স্ত্রী।

স্বজন ও স্থানীয়রা জানান, আজ ভোর ৫টার দিকে কমলা প্রতিবেশীর গাছ থেকে তাল কুড়াতে যান। একই সময়ে তার স্বামী কদম আলী কাজে যান। এরপর আর বাড়িতে ফেরেননি কমলা। বিষয়টি জানাজানি হলে স্বামীসহ প্রতিবেশীরা তাকে খুঁজতে থাকে। দুপুর থেকে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই তাল গাছের নিচে যান স্বামী কদম আলীসহ স্বজনরা। সেখানে পায়ের দাগের সূত্র ধরে একটি গর্তে পুঁতে রাখা কমলার মরদেহ দেখতে পান তারা। পরে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

স্বজনদের দাবি, অজ্ঞাত খুনিরা তাকে গলাকেটে হত্যা করে মরদেহ গর্তে পুঁতে মাটিচাপা দিয়ে রাখে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।