‘সারেগামাপা’র বিচারক হচ্ছেন কারা, জানা গেল

বিনোদন ডেস্ক
২৯ আগস্ট ২০২৫, ১৭:১৮
শেয়ার :
‘সারেগামাপা’র বিচারক হচ্ছেন কারা, জানা গেল

বাংলা গান নিয়ে সবচেয়ে বড় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’র বিচারক হতে যাচ্ছেন  সুরকার, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী জিৎ গাঙ্গুলি। তার সঙ্গে বিচারকের আসনে থাকবেন আরও আটজন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার রিয়্যালিটি শো ‘সারেগামাপা’র নতুন বিচারক হিসেবে জিৎ যেমন চমক, তেমনই আরেক চমক হলেন ইমন চক্রবর্তীকে নতুন মৌসুমে দেখা যাবে না। ইমনকে প্রতি বছর এই অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় দেখা গেছে। প্রতিযোগীদের তৈরি করার দায়িত্বে আছেন রথীজিৎ ভট্টাচার্য, ঝুমুরসহ মোট চার জন।

জিৎ ছাড়া অনুষ্ঠানের বাকি আট বিচারক হেলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, শান্তনু মৈত্র, রূপম ইসলাম, রূপঙ্কর বাগচী, জোজো মুখার্জি, কৌশিকী চক্রবর্তী ওঅন্তরা মিত্র। ইতোমধ্যেই ১৪ জন প্রতিযোগীর গান তারা শুনেছেন।

এ বারের প্রতিযোগীরা কেমন? জানতে জিতের সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার। তবে তিনি ও বাকি বিচারকদের কেউই এখন অনুষ্ঠান নিয়ে কথা বলতে চান না। তবে শোনা যাচ্ছে, এ বছরের প্রতিযোগীদের অনেকেই গানের পাশাপাশি বাদ্যযন্ত্রও বাজাতে পারেন, যা এর আগে দেখা যায়নি।

‘সারেগামাপা’র নতুন মৌসুমের পরিচালক হিসেবে থাকবেন অভিজিৎ সেন।