ইসরায়েলের হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহত
ইসরায়েলের হামলায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দেশটির রাজধানী সানায় হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। সেই হামলাতেই তিনি নিহত হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবদেনে বলা হয়, ইসরায়েলি বাহিনী সানার একটি অ্যাপার্টমেন্টে বোমাবর্ষণ করে। সেখানেই বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত হন। স্থানীয় সংবাদমাধ্যম এডেন আল-ঘাদ জানিয়েছে, প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি তার আরও কয়েকজন সঙ্গীসহ প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
অন্যদিকে ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানায়, হুতি বিদ্রোহীদের সরকারের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ উচ্চপদস্থ কর্মকর্তার ওপর হামলা চালানো হয়েছে। তাদের প্রধানমন্ত্রীর ওপর আলাদা করে হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস