মেক্সিকোর সেনেটে হাতাহাতি, লাইভ সম্প্রচারে ধরা পড়ল উত্তেজনা
ছবি: সংগৃহীত
মেক্সিকোর সেনেটে চলমান একটি বৈঠক হঠাৎ করেই হাতাহাতিতে রূপ নেয়। বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে বিরোধী দল পিআরআই-এর সভাপতি ও সিনেটর আলেহান্দ্রো মোরেনো ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সেশনের শেষ মুহূর্তে শাসক দল মোরেনা পার্টির সিনেট সভাপতি গেরার্দো ফার্নান্দেজ নোরোনার সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন।
ঘটনার সময় জাতীয় সঙ্গীত বাজছিল। এ সময় মোরেনো পডিয়ামে উঠে নোরোনার হাত টেনে ধরেন, এরপরই দু’জনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত অন্যান্য সিনেটররা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে আরও বিশৃঙ্খলা দেখা দেয়।
টেলিভিশনে সম্প্রচারিত সরাসরি ফুটেজে দেখা যায়, স্যুট পরিহিত এক ব্যক্তি নোরোনাকে ঘুষি মারতে উদ্যত হন এবং মোরেনো আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ঘটনার পরপরই পুরো বৈঠক কক্ষ বিশৃঙ্খলায় ভরে যায়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
ঘটনার পরে নোরোনা জানান, সবুজ শার্ট পরিহিত ব্যক্তি তার দলের একজন সদস্য। আহত ব্যক্তি ঘাড়ে ব্রেস এবং হাতে ব্যান্ডেজ পরে নোরোনার সঙ্গে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
অপরপক্ষে, বিরোধী নেতা আলেহান্দ্রো মোরেনো সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তিনি নোরোনার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন কারণ শাসক দল সেশনের এজেন্ডা পরিবর্তন করে বিরোধীদের বক্তব্য দেওয়াকে বাধা দিয়েছে।
মোরেনো দাবি করেছেন, এই কাপুরুষতার ফলেই যা ঘটেছে। স্পষ্ট হোক: প্রথম শারীরিক আক্রমণ এসেছে নোরোনার থেকে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তিনি বলেন, সিনেট সভাপতি নোরোনা প্রথম তাকে ধাক্কা দিয়ে উত্তেজনার সূচনা করেছেন।