পাঁচ স্থানে ব্যারিকেড দিয়ে আসামি ছিনতাই, ৫ পুলিশ আহত

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৫, ১০:৩১
শেয়ার :
পাঁচ স্থানে ব্যারিকেড দিয়ে আসামি ছিনতাই, ৫ পুলিশ আহত

গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসী পাঁচ স্থানে ব্যারিকেড দিয়ে উপজেলার শীর্ষ সন্ত্রাসী সুমন মিয়াকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ৫ জন পুলিশের আহত হওয়ার খবর পাওয়া যায়।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌর শহড়ের আনসার রোডের মাথায় এ ঘটনা ঘটে।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা সুমনকে ধরে গনধোলাই দেন। খবর পেয়ে তাকে উদ্ধার করতে জেলা গোয়েন্দা পুলিশ ও শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে সুমনকে আটক করে ফিরছিল। পথে সুমনের সহযোগী সন্ত্রাসীরা ৫ স্থানে ব্যারিকেড দিয় তাকে ছিনিয়ে নিতে হামলা করে ব্যর্থ হয়। পৃথক হামলায় ৩টি গাড়ি ভাংচুর করে সন্ত্রাসীরা।

 এক পর্যায়ে সন্ত্রাসীরা শ্রীপুর পৌর শহড়ের চৌরাস্তায় সড়ক ব্যারিকেড দেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজটে আটকা পড়ে পুলিশের সিএনজি। ২০ থেকে ২৫ জনের সন্ত্রাসী দল মোটরসাইকেলে এসে সুমনকে বহনকারী সিএনজিতে হামলা করে সুমনকে ছিনিয়ে নেয়।

আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই শহিদুল ইসলাম, এএসআই এমদাদ, এসআই নাজমুল ইসলামসহ আরও কয়েকজন।

ছিনিয়ে নেওয়া সুমন মিয়া (৩২) উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন একাধিক মামলা রয়েছে। অপরদিকে এ ঘটনার খবর পেয়ে রাতেই সেনাবাহিনী ঘটনাস্থলে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাকে এলাকাবাসী আটক করে গনধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে জেলা গোয়েন্দা ও শ্রীপুর থানা পুলিশ তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। সেখান থেকে সুমনকে নিয়ে ফেরার পথে সুমনের সহযোগী সন্ত্রাসী বাহিনী প্রথমে বরমী এলাকায় হামলা করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে সাতখামাইর, সিসিডিবি, টেংর ডিবার পাড় এলাকায় তিন দফা হামলা করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে সুমনের সহযোগীরা পৌর শহরের চৌরাস্তায় সড়ক ব্যারিকেড দেয়। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সুমনকে বহনকারী সিএনজি আনসার রোডের মোড়ে এসে যানজটে পড়ে। সুমনের ২০/২৫ জন সহযোগি সুমনকে বহনকারী সিএনজিতে হামলা ভাংচুর করে ২ পুলিশকে আহত করে শত শত লোকের সামনে থেকে সুমনকে ছিনিয়ে নেয়।

আহত এএসআই শহিদুল ইসলাম বলেন, ‘আটক সুমনকে নিয়ে থানায় আসছিলাম। শ্রীপুর পৌর শহরের আনসার রোড মোড়ে পৌঁছালে সন্ত্রাসীরা হামলা তাদের মারপিট করে ছিনিয়ে নেয়।’

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘জেলা গোয়েন্দা পুলিশসহ ত্রিমোহনী ব্রিজ এলাকা থেকে সন্ধ্যা ৭টার দিকে জনতার হাতে আটক শীর্ষ সন্ত্রাসী সুমনকে উদ্ধার করি। সুমনের সহযোগীরা কয়েক দফা হামলা করে তাকে ছিনিয়ে নেয়। হামলায় পুলিশের কয়েক সদস্য আহত হয়েছে। সুমন ও তার সহযোগীদের গ্রেপ্তার অভিযান চলছে।’