বিএনপি সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন, বহিষ্কার ছাত্রদল নেতা

রংপুর প্রতিনিধি
২৯ আগস্ট ২০২৫, ০৯:১৮
শেয়ার :
বিএনপি সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন, বহিষ্কার ছাত্রদল নেতা

রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করার পরেই বহিষ্কার হয়েছেন পীরগাছার ইটাকুমারি ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক শামীম হোসেন। 

এদিকে ছাত্রদল নেতৃবৃন্দ বলছেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শামীমকে বহিষ্কার করা হয়েছে।’

গতকাল বৃহস্পতিবার রাতে ছাত্রদল নেতা শামীম হোসেনের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদল রংপুর জেলা শাখার আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা।

জেলা ছাত্রদলের ১ নং সদস্য (দপ্তরে নিযুক্ত) মো. ফজলে রাব্বী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পীরগাছা উপজেলা শাখার ৩ নং ইটাকুমারি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শামীম হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক সকল পদ থেকে বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর জেলা শাখার আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা ও সদস্য সচিব আফতাবুজ্জামান সুজন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতা জানান, ছাত্রদল নেতা শামীম হোসেনকে বহিষ্কার করার জন্য উপজেলা বিএনপির সভাপতি রাঙ্গা ক্রমাগতভাবে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে চাপ দিচ্ছিলেন। এর মধ্যেই শামীম সংবাদ সম্মেলন করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে ছাত্রদল রংপুর জেলা শাখার আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা জানান, এর আগে ২০২২ সালে তিনি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে পোস্ট করেছিলেন। তিনি দেশে আসেন না কেনো? এটা নিয়ে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। কিছুদিন পর অব্যাহতি প্রত্যাহার করা হয়। আবারও কয়েকদিন আগে একটি আমগাছকে কেন্দ্র করে তার সঙ্গে এলাকাবাসীর হট্টগোল হয়েছে। সেটি নিয়ে তার নামে চাঁদাবাজির মামলায় তিনি যৌথবাহিনীর হাতে গ্রেপ্তারও হয়েছিলেন। জামিন নেওয়ার পর আবারও পরের দিন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা বাদী হয়ে তার নামে সাইবার ক্রাইমে মামলা করেন। সবকিছু মিলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তিনি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এজন্যই তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রিপোর্টাস ক্লাব রংপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা শামীম হোসেন বলেন, ‘গত বছরের ৫ আগস্ট পীরগাছায় ছাত্র জনতার শান্তিপূর্ণ বিজয় মিছিলে বিএনপি নেতা আমিনুল ইসলাম রাঙার গুলিবর্ষণের ঘটনায় জাতীয়ভাবে আলোড়ন সৃষ্টি হলেও এখনও এলাকায় আওয়ামী শাসনব্যবস্থার মদদে সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। একই পরিবারের আওয়ামী ও বিএনপি নেতার সুবিধাবাদী রাজনীতির কারণে এলাকাবাসী এখনও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা তথা নিষ্ঠুর শোষণ থেকে মুক্ত হয়নি। বিএনপি নেতা আমিনুল ইসলাম রাঙা আওয়ামী সমর্থিত সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বিএনপিতে অন্তর্ভুক্ত করছেন এবং বিরোধী রাজনৈতিক কর্মীদের কোনঠাসা করে ফেলছেন। লুটপাট, কমিশন-বাণিজ্য মামলা ও চাঁদাবাজির মাধ্যমে এলাকায় ভয়ঙ্কর রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।’

এসময় ঢাবি ছাত্রদল নেতা শেখ শোভন বলেন, ‘আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ আমলে নিয়ে তদন্তের মাধ্যমে দলীয় ব্যবস্থা গ্রহণ করে অবিলম্বে তাকে উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে বহিষ্কার করে জনতার দাবির সঙ্গে একাত্মতা পোষণ করতে হবে। ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ। অপরাধী যেই হোক, দল তাকে সমর্থন করতে পারে না।’