ছোট ভাইকে বাঁচাতে নদীতে ঝাঁপ, উদ্ধারে এলো ফায়ার সার্ভিস

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৫, ১৯:০৩
শেয়ার :
ছোট ভাইকে বাঁচাতে নদীতে ঝাঁপ, উদ্ধারে এলো ফায়ার সার্ভিস

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীতে জমে থাকা কচুরিপানার নিচ থেকে আপন দুই ভাইকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের গুরুদয়াল সরকারি কলেজের পাশে নরসুন্দা নদীর ঘন কচুরিপানার নিচে থেকে তাদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

উদ্ধার হওয়া দুই সহোদর হলেন- কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার বাসিন্দা সাকিব (২৫) ও শাকিল (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নরসুন্দা নদীর গুরুদয়াল কলেজ এলাকায় ছোট ভাই সাকিব আজ সকাল সাড়ে ৮টার দিকে নদীতে ঝাঁপ দেয়। তা দেখে ছোট ভাইকে বাঁচাতে বড় ভাই শাকিলও নদীতে ঝাঁপ দেয়। পরে তারা দুইজনই নদীর ঘন কচুরিপানা ও ময়লা আবর্জনার নিচে তলিয়ে যায়। এ সময় লেকসিটি এলাকায় ভ্রমনে আসা লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে একদল ডুবুরি এসে উদ্ধার অভিযান চালিয়ে দুই ভাইকে জীবিত অবস্থায় উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। নদীতে প্রচুর কচুরিপানা ও আবর্জনার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়লেও ডুবুরি দলের প্রায় ৩০ মিনিটের চেষ্টায় দুই ভাইকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছোট ভাই সাকিব আত্মহত্যার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দেন। তাকে বাঁচাতে বড় ভাই শাকিলও নদীতে নেমে পড়েন। কিন্তু নদীতে অতিরিক্ত কচুরিপানার কারণে তারা পানির নিচে আটকা পড়েন।