৫৫ মিনিট কথা বলেও সমাধান পাননি পাইলট, যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ১৮:২৪
শেয়ার :
৫৫ মিনিট কথা বলেও সমাধান পাননি পাইলট, যুদ্ধবিমান বিধ্বস্ত

উড্ডয়নের পর দেখা দেয় গোলযোগ, বিষয়টি সমাধানে প্রকৌশলীদের সঙ্গে কথাও বলেন পাইলট। তবে সমাধান হয়নি। শেষ পর্যন্ত বিধ্বস্ত হয় এফ-৩৫ মডেলের এই আধুনিক যুদ্ধবিমান। তবে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। যুক্তরাষ্ট্রের আলাস্কায় ঘটেছে এই ঘটনা। 

দুর্ঘটনাটি ঘটেছিল চলতি বছর ২৮ জানুয়ারি এক তদন্ত প্রতিবেদনের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, যুদ্ধবিমানটির নোজ ও প্রধান ল্যান্ডিং গিয়ারের হাইড্রোলিক লাইনে বরফ জমে যাওয়ায় গিয়ার কাজ করেনি। আর এ কারণেই দুর্ঘটনা ঘটে। এফ–৩৫ বিমানটি উড্ডয়নের পর পাইলট ল্যান্ডিং গিয়ার ভাঁজ করতে গেলে তা কাজ করেনি। আবার নামাতে চাইলে গিয়ার সোজা না হয়ে একদিকে আটকে যায়। গিয়ার ঠিক করার চেষ্টা করতে গিয়ে বিমানের অবস্থাটা এমন হয়, যেন সেটি মাটিতে নামানো হয়েছে।

বিধ্বস্ত আগে হলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিও। প্রকাশিত ফুটেজে দেখা যায়, যুদ্ধবিমানটি আকাশ থেকে ঘূর্ণি খেয়ে নিচে পড়ে যায়। এর আগে পাইলট নিরাপদে প্যারাস্যুট দিয়ে বিমান থেকে বের (ইজেক্ট) হয়ে যান।  

জানা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে পাঁচজন মার্কিন লকহেড ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন পাইলট। কিন্তু কেউই কোনো সমাধান দিতে পারেননি। ফলে বিমানটি বিধ্বস্ত হয়। 

অত্যাধুনিক এই বিমান তৈরি অত্যন্ত ব্যয়বহুল। তবে সাম্প্রতিক কিছু ঘটনায় এর দাম কমে এসেছে। ২০২১ সালে েএর দাম ছিল ১৩ কোটি ৫৮ লাখ ডলার। ২০২৪- এ এসে এর দাম দাঁড়িয়েছে ৮ কোটি ১০ লাখ ডলার।