সন্ধ্যায় হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ১৮:২০
শেয়ার :
সন্ধ্যায় হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশানের বাসভবন থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছন।

তিনি বলেন, ‘ম্যাডামকে (খালেদা জিয়া) স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে।’ 

 সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।