সুখ-দুঃখের গল্প বলবেন অপি করিম
মাছরাঙা টেলিভিশনের সেলিব্রিটি শো ‘স্টার নাইট’। সম্প্রতি শুরু হওয়া এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে গুণী তারকাদের অংশগ্রহণে। ইতিমধ্যেই অনুষ্ঠানটি দর্শকদের নজর কেড়েছে।
এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন নন্দিত অভিনেত্রী অপি করিম। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ের পাশাপাশি একজন মডেল, নৃত্যশিল্পী ও উপস্থাপক হিসেবেও অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই অভিনেত্রী। স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন তিনি। এই বর্ণাঢ্য ক্যারিয়ারে নানা স্মৃতি, ঘটনা ও অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। রয়েছে সাফল্য-ব্যর্থতা, সুখ-দুঃখের গল্প, যার অনেক কিছুই হয়তো কখনও প্রকাশ করেননি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
‘স্টার নাইট’ অনুষ্ঠানে অপি করিমের সেসব কথা উঠে আসবে। সেই সঙ্গে সহকর্মী, কাছের বন্ধু ও পরিবারের সদস্যরাও তাকে নিয়ে কথা বলবেন। অনুষ্ঠানে তার প্রিয় নাটক, সিনেমার ক্লিপিংসও দেখানো হবে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আগামীকাল শুক্রবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘স্টার নাইট’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মৌসুমী মৌ। এটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’