আইনশৃঙ্খলার উন্নতি করে নির্বাচনী পরিবেশ সৃষ্টির প্রক্রিয়া চলছে: র্যাব ডিজি
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক, অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শহিদুর রহমান বলেন, ‘এই মুহূর্তে আমাদের যে প্রস্তুতি চলছে, তা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে নির্বাচনের পরিবেশ তৈরির প্রক্রিয়া। নির্বাচনের দিন ঘনিয়ে এলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে বসব। নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন আমাদের সঙ্গে সভা করে কার কী দায়িত্ব তা পালনে নির্দেশনা দেবে। সেই নির্দেশনার আলোকে আমরা দায়িত্ব পালন করব।’
তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে নির্বাচনের প্রস্তুতির জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আইনকানুন বিষয়ে ইনহাউস প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আশা করছি, নির্বাচনে আইনশৃঙ্খলার কোনো সমস্যা হবে না।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?