কেয়া পায়েলের সঙ্গে সম্পর্ক ছিল তৌহিদ আফ্রিদির, দাবি রাহীর

বিনোদন ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ১৬:৪৮
শেয়ার :
কেয়া পায়েলের সঙ্গে সম্পর্ক ছিল তৌহিদ আফ্রিদির, দাবি রাহীর

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এই কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তারের পর থেকে অনেকেই তার বিরুদ্ধে মুখ খুলেছেন। এরমধ্যে অন্যতম আফ্রিদির বন্ধু কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী।

রাহী জানান, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গেও প্রেমের সম্পর্ক ছিল তৌহিদ আফ্রিদির। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

রাহীর কথায়, ‘আমি শুনেছি, পায়েল আপুর সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পর্ক ছিল। আমি অনেক আগেই এটা শুনেছিলাম এটুকুই।’

যদিও শোবিজে গুঞ্জন ছিল- তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম করছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। যদিও দীঘি বরাবরই তৌহিদ আফ্রিদিকে বন্ধু বলে সম্বোধন করতেন।